AD

টাঙ্গাইলে ফরহাদ ক্যাডেট একাডেমির কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা?

 টাঙ্গাইলে ফরহাদ ক্যাডেট একাডেমির কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা?




টাঙ্গাইলে ফরহাদ ক্যাডেট একাডেমির কোচিং

সেন্টার সিলগালা ও জরিমানা


টাঙ্গাইল শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত ফরহাদ ক্যাডেট একাডেমির কোচিং সেন্টার সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রেখে শিক্ষার্থীদের পড়ানোর দায়ে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ও সালাহদ্দিন আইয়ুবী যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।


টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান,করোনাকালীন সরকারি সিদ্ধান্তে দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেই সরকারি নির্দেশনা ভেঙে টাঙ্গাইল শহরের ফরহাদ কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছিল। এ কারণে ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে।




নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান,ফরহাদ ক্যাডেট একাডেমির টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা শাখায় আবাসিক ভবনে গোপনে  কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে।বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

                     English News
Coaching center of Farhad Cadet Academy in Tangail sealed and fined   




center of Farhad Cadet Academy in Tangail sealed and fined
A mobile court has fined the coaching center of Farhad Cadet Academy in Tangail's College Gate area and fined him Tk 5,000. The court conducted the verdict.

Tangail Deputy Commissioner's Office Executive Magistrate Tapash Pal said all types of coaching centers in the country have been closed due to the government's decision. But the students were being taught at Farhad Coaching Center in Tangail city in violation of that government directive. For this reason, Farhad Cadet Academy Chairman Farhaduzzaman has been fined Tk 5,000 and the coaching center has been sealed.

On condition of anonymity, several people said that the students were being secretly taught at the coaching center in a residential building in the Elenga branch of Farhad Cadet Academy in Tangail. The locals demanded that the matter be brought to the notice of the administration.

Post a Comment

0 Comments